গঠিত হলো বোফরা আশুগঞ্জ কমিটি
বাংলাদেশ অর্গানিক ফারমার্স এণ্ড রিটেলার্স এসোসিয়েশন (বোফরা) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলা বোফরার কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্গানিক ফারমার্স এণ্ড রিটেলার্স এসোসিয়েশন (বোফরা) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম তুষার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান জুয়েল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেদুইন হায়দার লিও, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাসিব আব্দুল্লা,
শফিকুল ইসলাম চেয়ারম্যান আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ,মোঃ সাইফ উদ্দিন চেয়ারম্যান শরিফ পুর ইউনিয়ন, হেলাল শিকদার সাধারণ সম্পাদক বয়লার হাসকিং মালিক সমিতি,আফজান হোসেন সদস্য সচিব, বোফরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখা , শাহ আলম শিকদার আহ্বায়ক বোফরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখা।
অনুষ্ঠানের শুরুতে ১৫ ই আগষ্ট ও ২১ আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অর্গানিক খাদ্যের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম তুষার বলেন, এদেশের সর্বদা অবহেলিত কৃষকদের বাঁচাতেই আমাদের সংগঠন কাজ করছে এবং করবে। বাংলাদেশ অর্গানিক ফারমার্স এণ্ড রিটেলার্স এসোসিয়েশন ( বোফরা) এদেশের অর্গানিক পন্যকে সারাবিশ্বের দরবারে পরিচিত করতে নিরালস ভাবে কাজ করে চলেছে।
পরে আশুগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।
মোঃ শিপন সিকদার কে আহ্বায়ক ও সুজন খান কে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটা আহ্বায়ক কমিটি করা হয়। কমিটি অনন্য সদস্য হলেন উপদেষ্টা – জনাব আবুল কালার আজাদ,কে এম এখলাস শিকদার, যুগ্ম আহ্বায়ক- মইনুল ইসলাম, নিলয় দাশ,মোঃ ইরান খান, সদস্য হিসাবে আছেন – তৌহিদ শিকাদার,চান সওদাগর,মনিরুল ইসলাম, সাজিদুল ইসলাম, আসাদুল্লাহ ও মোঃ আল আমিন