শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

চুরির অপবাদ সইতে না পেরে ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর খিলগাঁওয়ের একটি গাছ থেকে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে খিলগাঁও মধ্য নন্দীপাড়ার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানার পুলিশ। মো. আলাউদ্দিন টাঙ্গাইলের সঁখিপুর পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুহুল আমিন বলেন, ‘বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের সঁখিপুর পল্লী বিদ্যুৎ অফিসে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। সেই অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবার ধারণা করছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে।’

আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন বলেন, ‘আমার বাবা টাঙ্গাইল সখিপুরে পল্লী বিদ্যুৎ কন্ট্রোল রুমের পিয়ন হিসেবে চাকরি করতেন। বাবা ভোরে কর্মস্থল থেকে বাসার সামনে এসে জানালা দিয়ে মায়ের কাছে উনার মোবাইলটি রেখে বাইরে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নন্দীপাড়ায় গিয়ে দেখি গাছের সঙ্গে বাবার মরদেহ ঝুলছে।

নাসির উদ্দিন আরও বলেন, বেশ কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির ঘটনা ঘটে। সেখানকার কর্তৃপক্ষ বাবাকে চোর বলে মিথ্যা অপবাদ দিয়েছিল। শুধু তাই নয়, বাবার বেতন আটকে দেন, মামলার ভয় দেখান ও অপমান করেন। এসব নিয়ে বাসার গেটের সামনে মোবাইল ফোনে কর্তৃপক্ষের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়।

মৃত আলাউদ্দিন খিলগাঁও মধ্য নন্দীপাড়া ৪ নম্বর রোডের বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ