নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিবপুর গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা পিলারের নিচে গিয়ে দেখেন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। তার হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন, পাশে স্ক্রু-ড্রাইভার ও নাট খোলার সরঞ্জাম পড়ে আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।