০৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে মুক্তিজোটের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা উত্তম কুমুর ঘোষ স্বাক্ষরিত মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মো: শাহজামাল আমিরুল যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান ।
ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের লংঘন উল্লেখ করে তাঁরা বলেন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের ব্যনারে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ হয়ছে তা পূর্ব পরিকল্পিত বলে আমাদের ধারণা।
সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লংঘন উল্লেখ করে তাঁরা বলেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশ নিয়ে ঘৃণার ব্যবহার করলে উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।
এই আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে তাঁরা বলেন আমাদের দেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ; যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।