শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

শুল্ক-কর বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি মুাক্তিজোটের

রিপোটারের নাম / ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

শতাধিক নিত্যব্যবহার্য পণ্যে ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়াতে জারি করা সরকারি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিবৃতি দিয়েছে মুক্তিজোট

১১ই জানুয়ারি মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও  সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল এই দাবি জানান।

গত ১০ জানুয়ারি বিস্কুট, ওষুধ, পোশাক কেনাকাটা, মিষ্টি, বেশ কয়েক ধররেনর টিস্যু, মোটর গাড়ির গ্যারেজ, এলপি গ্যাস, ওষুধ, মোবাইলে ফোনের সিম ব্যবহারের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবাসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর, ভ্যাট বাড়িয়ে দুটি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে তাঁরা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির ফলে জনজীবন এমনিতেই দুর্বিষহ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত গ্রামীণ স্বল্প উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে বিরূপ প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতি ও জনজীবনে গভীর সংকট তৈরি করবে।

এছাড়াও, অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত যেমন ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার সাথে যায় না তেমনি তা বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বর্তমান মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দেওয়া। এতে অন্তর্বর্তী সরকারও যে সাধারণ জনগণের চাওয়া পাওয়া পূরণ করতে পারছেন না তা স্পষ্ট।

তাই বিবৃতিতে তারা দাবি করেন, অবিলম্বে সরকারকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বিরোধী এসকল সিদ্ধান্ত বাতিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ