শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

নান্দনিক ঝিনাইদহ, দর্শনীয় স্থানগুলো (প্রথম খন্ড)

মোঃ সবুর মিয়া / ৯০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

ঝিনাইদহ জেলার ইতিহাস, ঐতিহ্য, ঐতিহ্যবাহী স্থান!

(প্রথম খন্ড)  চলবে……

মোঃ সবুর মিয়া

ঝিনাইদহ জেলার ইতিহাস ঐতিহ্য-BGN24

ঐতিহ্যবাহী হাজার বছরের ইতিহাসের অলংকৃত এক নাম ঝিনাইদহ। অতি পরিতাপের বিষয় ঝিনাইদহের ইতিহাস, ঐতিহ্য, ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা কিবা পড়াশোনা খুবই কম। ঝিনাইদহে ১৭ টির অধিক ঐতিহাসিক স্থান আছে এবং স্বীকৃতিও আছে কিন্তু আমরা কেন সেই ঐতিহাসিক স্বীকৃতির প্রচার বিমুখ।

দত্তনগর কৃষি ফার্ম ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম ১৯৪০ সালের প্রায় তিন হাজার একর জমি নিয়ে ফার্মটি গড়ে তোলেন হেমেন্দ্র নাথ দত্ত। পাঁচটি খামার এর  সমন্বয় এই খামারটি গড়ে উঠেছিল। খামার গুলো হলঃ গোকুলনগর, পাতিলা, মথুরা, খড়িঞ্চা, কুশডাঙ্গা, ১৯৬২ সালে দত্তনগর কৃষি ফার্মটি, কৃষি উন্নয়ন কর্পোরেশনের(বিএডিসি)কাছে হস্তান্তর করা হয়। এই বিশাল এরিয়া নিয়ে ফার্মটি এশিয়ার অন্যতম বৃহত্তর খামার হিসেবে বিবেচনা করা হয়। দত্তনগর ফার্মটি বিশ্বমানের কৃষি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত কিংবা এখনো যায়, সেই সাথে ফার্মটিকে পৃথিবীর মানুষদের জন্য দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব।

ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের সুইতলা মল্লিকপুর অবস্থিত বটগাছ, এলাকায় মল্লিকপুরের বটগাছ নামে পরিচিত। বটগাছটির বয়স আনুমানিক ২০০ থেকে ২৫০ বছর, কালীগঞ্জ শহর হতে ১০ কিলোমিটার পূর্বে অবস্থিত। বট গাছটি ১১ একর জমির উপর অবস্থিত। ১৯৮২ সালে বিবিসি ঐতিহাসিক মল্লিকপুরের  বটগাছের উপর একটা প্রামাণ্যচিত্র প্রচার করে। মল্লিকপুরের ঐতিহাসিক বটগাছটিকে এশিয়া মহাদেশে বৃহত্তর বটগাছ হিসেবে বিবেচিত করা হয়। বছরের বিভিন্ন সময় ঐতিহাসিক বট গাছটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে। পরিতাপের বিষয় যোগাযোগ ব্যবস্থার সমস্যা ও দর্শনার্থীদের নিরাপত্তা সুবিধাসহ নানাবিধ অসুবিধার কারণে দর্শনার্থীরা বটগাছটি পরিদর্শন করতে এখন আগ্রহ কম দেখান, কর্তৃপক্ষ উদ্যোগী হলে দর্শনার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি করলে, দেশি ও বৈদেশিক পর্যটকদের নিকট দৃষ্টি নন্দন ভাবে উপস্থাপন করলে এলাকার মানুষের কর্মসংস্থান সহ বিদেশী মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

ফকির লালন শাহ বিশ্বব্যাপী যার নাম, লালন শাহ এর গান নিয়ে পৃথিবীতে এখন গবেষণা হচ্ছে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের অধিকার। আমি বলতে চাচ্ছি এই লালন শাহ এর কথা; সে হচ্ছে ঝিনাইদহের অহংকার, ঝিনেদার মাটিতে জন্ম গ্রহণ করা কালজয়ী মানুষ। ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানা হরিশপুর গ্রামে আজ থেকে প্রায় ২৫০ বছর পূর্বে অর্থাৎ আনুমানিক ১৭৭২ সালে জন্মগ্রহণ করেছিলেন। হরিশপুর  গ্রামকেন্দ্রিক এলাকাটি আজও অবহেলিত, লালন শাহের জন্মভূমি হতে পারত লালন  গবেষণা কেন্দ্র, লালন পরিষদ সারা পৃথিবীর মানুষ আসতো ঝিনাইদাহ সম্পর্কে জানতো কিন্তু সে তো আশার কথা কখনোই কি বাস্তব হবে!

মরমী কবি কানাই শেখ যে ব্যাক্তি ঝিনাইদহ পাগলা কানাই নামে পরিচিত ১৮০৯ সালে ঝিনাইদহ সদর উপজেলা লেবুতলাই এক দারিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটি লাভ না করলেও তিনি ছিলেন স্বশিক্ষায় বলিয়ান মেধাবী প্রতিভা। পাগলা কানাই উপস্থিত গান তৈরি করতেন দেহতত্ত্ব বিষয়ক, কবিগান, পালা গান, সৃষ্টি করতেন এবং নিজেই গাইতেন। পাগলা কানাইয়ের উপস্থিত গান তৈরির প্রতিভার কারণে তার নাম আশেপাশের বিভিন্ন জেলা যেমনঃ যশোর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর ও রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ২৪০ টির বেশি গান সংরক্ষিত আছে কিন্তু অতি পরিতাপের বিষয় ঝিনাইদহের মাটিতে জন্ম নেওয়া পাগলা কানাই এর মত  বিরল প্রতিভাকে বিশ্ব মিডিয়ার মাধ্যমে বিশ্বের মানুষের কাছে আমরা তুলে ধরতে পারছি না।

ঢোল সমুদ্র দীঘি ঝিনাইদহ, প্রাচীনতম ইতিহাসে মুকুট রায় রাজা ছিলেন ঝিনাইদহে এ অঞ্চলের রাজা বিজয়পুরে তার রাজ্যের রাজধানী ছিল। রাজা মুকুট রায়ের ছিল হাজার হাজার শক্তিশালী সৈন্য-সামন্ত। রাজা মুকুট রায় বর্তমানে পাগলা কানাই সড়ক, বাড়ি বাতানে ৫২ একর জমির উপর বিশাল এক দীঘি খনন করেন। যার বাস্তব নিদর্শন ঝিনাইদহে গেলে দেখতে পাওয়া যায়, এই দীঘিটি তৈরিতে লোকমুখে প্রচলিত অনেক কথা প্রচলিত আছে দীঘির দক্ষিণ পাশে ধ্বংসস্তূপে ইটের স্তুপ আছে প্রত্নতাত্ত্বিক বিভাগ (Archaeological disciplines) বলেছে এখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন থাকতে পারে। ঢোলসমুদ্র দিঘী নিয়ে একটি পর্যটন  কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।

শাহী মসজিদ ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় অবস্থিত সুলতানি আমলে নির্মিত মসজিদ। ধারণা করা হয় ১৫১৯ শতাব্দীর দিকে সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ মসজিদটি নির্মাণ করেন ঝিনাইদহ শহর থেকে ২৮ কিলো মিটার দূরে শৈলকুপা থানায় দরগা পাড়া গ্রামে মসজিদ টি অবস্থিত।

ঝিনাইদহ শৈলকুপা উপজেলায়র শাহী মসজিদ প্রমাণ করে ঝিনাইদহ পৃথিবীর ঐতিহ্যবাহী বিখ্যাত ইতিহাসের সাথে জড়িত।

(প্রথম খন্ড), চলবে……..

ঝিনাইদহ জেলার ইতিহাস ঐতিহ্য-BGN24

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ