নিরপেক্ষ গবেষণা-BGN24
বর্তমান প্রজন্ম এই মহা পুরুষে সর্ম্পকে কতটুকুই বা জানে ? সেই ৭৫ থেকে আজ অব্দি ভিন্ন ভিন্ন যুগে এই মহা মানুষকে আপামর জনসাধারন এবং বিশ্ব দরবারে ভুল ভাবে উপস্থাপন করেছে তৎকালীন ঘাতক চক্র।যাদের চক্রান্ত আজও চলমান ।
বিশ্বের বিভিন্ন দেশের ক্ষন জন্মা মহাপুরুষদের নিয়ে লক্ষ লক্ষ গবেষনা , পি,এইচ,ডি ডিগ্রী অর্জন করছে হাজার হাজার জ্ঞান পিপাসূ মানুষ। সময় এসেছে আধুনিক বাঙ্গালী সভ্যতার স্থাপতি বঙ্গবন্ধু সর্ম্পকে গবেষনা করার। বর্তমার প্রজন্মের বঙ্গবন্ধুকে স্বশরীরে দেখার সৌভাগ্য হয়নি । বিগত প্রজন্মের ও বেশীর ভাগ মানুষ ও বঙ্গবন্ধুকে দেখেনি । হয়তো দূর থেকে দেখেছেন , জেনেছেন ,শুনেছেন ।
ওনার মত দিগন্ত জোড়া ব্যক্তিত্বের জানলেও হয়তো আংশিক ভাবে এবং তাকে নিয়ে পি,এইচ, ডি করার বা গবেষনা করার মত নির্ভর যোগ্য কোন পুস্তক গবেষনা পত্র বা মাধ্যম নেই । তাই ইচ্ছা থাকা সত্তেও হাজার হাজার ছাএ/ছাত্রী বা গবেষক বঙ্গবন্ধুর জীবর্নাদশের নানা দিক নিয়ে পি এইচ ডি / গবেষনা করা থেকে বঞ্চিত হচ্ছে , এবং অসমাপ্ত রয়ে যাচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয়দফা, ১১ দফা ,আগর তলা ,গণ আন্দোলন , বি এল এফ , ৭ই র্মাচের ভাষন ,স্বাধীনতার ঘোষনা স্বদেশ প্রতার্বতন ,মুজিব তাজউদ্দিন কেমিষ্ট্রি ,দূর্ভিক্ষ ,বাকশাল ,৭৫ এর কালো অধ্যায়ের নানা অজানা কথা আসলে বঙ্গবন্ধু হত্যার পিছনে কারা ছিলেন এটা কি দেশীয় না আন্তর্জাতিক যড়যন্ত্র। এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তর যেমন কে ২৩শে মার্চ থেকে ৩২ নাম্বার ট্রান্সমিটার বসিয়েছে ? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দেওয়ার সময় কে সাথে ছিলো? বঙ্গবন্ধু গ্রেফতারের সময় কে সিড়িঁর নিছে লুকিয়ে ছিলো ।
মুক্তিযুদ্ধের সংগঠক রা ভারতে কি করে সময় কাটিয়েছে ? ৭২ মন্ত্রীসভায় গঠনে কার প্রভাব ছিলো ? দূর্ভিক্ষের নেপথ্য কার ভূমিকা ছিলো ? দ্বিতীয় বিপ্লব বাকশাল বাস্তবায়নে বাংলাদেশ এর ভবিষ্যৎ ? দ্বিতীয় বিপ্লব এর সুফল কে ভোগ করেছে । এ জাতীয় বিষয় গুলি নিয়ে কোন গবেষণা ছাড়াই টকশো গুলোতে চলছে তথ্যের বাড়াবাড়ি ও তথ্যহীনতা। একটি জাতি গঠনে ও ইতিহাস রক্ষায় এট অতিব জরুরী তবে এখন পরিস্থিতি এমন যে বন্ধুকে নিয়ে কথা বা কাজ করতে গেলে না চাইলেও হতে হয় আওয়ামী লীগ। কিন্তু বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়। তিনি বাঙালীর তথা নিপীড়িত নির্যাতিত বিশ্বের নেতা। তাকে আমরা না বুঝে বানিয়ে ফেলেছি আওয়ামী লীগের নেতা।
তাই তাকে নিয়ে একটি নিরপেক্ষ গবেষণা আজ বড় প্রয়োজন না হলে আমাদের জাতি বির্নিমান তার দর্শনের জায়গাটা হারবে। আমরা প্রতাশ্যা করি বঙ্গবন্ধুর উপর গবেষণার ক্ষেত্র প্রস্তুত হোক আর বঙ্গবন্ধু উপরে গবেষনা ও পি,এইচ,ডি করার সুযোগ পাক হাজার হাজার ছাত্র/ছাত্রী ।