শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ভাতা বঞ্চিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার!

বিশেষ প্রতিনিধি, www.bgn24.com / ৭৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

ভাতা বঞ্চিত-BGN24

কষ্টে দিন যাপন করেন শহীদ সন্তান আব্দুল হান্নান। আপন মনে ছবি আকেন আর ছবির বিষয় গুলো মুক্তিযুদ্ধের। প্রতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু দারুণ হাত ছবি আকার। পিতার অকাল ও গৌরবের চলে যাওয়াতে শিশু কাল হতে অনাদর আর অবহেলায় মানুষ শিল্পী, নাট্যকার আব্দুল হান্নান। ছবি আকার মত লেখাটাও তার স্বভাব জাত।

স্বপ্ন শহীদ মুক্তিযোদ্ধার জীবন নিয়ে একটা মুক্তিযুদ্ধুর ছবি বানানোর।আর তিনি চান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শহীদ পরিবাবের সম্মান ও ভাতা । তিনি আব্দুল হান্নান পিতা শহীদ আব্দুল মালেক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার দামাল ছেলেরা যখন জন্মভূমির ডাকে ছুটে গিয়েছিলেন তাদের মাঝে রুপপুর গ্রামের শহীদ আব্দুল মালেক একজন। পাবনা জেলের আট ঘরিয়া থানার কালাম নগর গ্রামে পাক সেনার সম্মুখ যুদ্ধে শহীদ হন,৬ই নভেম্বর ১৯৭১ সাল ।

শহীদ আব্দুল মালেকের বাড়ি রুপপুর,পাকশী ঈশ্বরদী পাবনা। শিশু কালেই বাবা মারা যান। বাবার ছবিই এখন তার কাছে কেবলই স্মৃতি। একটা গান শুনতে চাইলে শোনাইলেন ” কেউ জানো কি তুমারা আমার বাজানের খবর, বাজান আমার যুদ্ধে গেছে সংগ্রামের বছর।

শত বছরের শত সংগ্রাম শেষে এই শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পাক যগ্য সম্মান ও সাম্মানি বা সরকারি সুযোগ সুবিধা। জাতির শ্রেষ্ঠ সন্তানরা ও তার পরিবাররা পাক যগ্য সম্মান।

 

ভাতা বঞ্চিত-BGN24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ