শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

শিশুরা কৃমি আক্রান্ত!

মাহফুজা খাতুন। দক্ষিণ কুড়িল, ঢাকা www.bgn24.com / ৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

শিশুরা-bgn24

সব বয়সের মানুষই কৃমিতে আক্রান্ত হয় তবে শিশুদের জন্য হয় অনেক কষ্টের। শিশুরা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেনা শিশু কৃমিতে আক্রান্ত হয়েছে কিনা।

যে লক্ষণগুলো দেখে বুঝতে হবে শিশু কৃমি দ্বারা আক্রান্ত- ওজন কমে যাওয়া, মলদ্বারে চুলকানি, প্রস্রাবে জ্বালা যন্ত্রণ, বমি ভাব, খিদে না লাগা সর্বোপরি জন্ডিসে আক্রান্ত হওয়া।
কৃমি ও তার ডিমগুলো সাধারণত বাইরের পরিবেশে দুই সপ্তাহ বেঁচে থাকতে পারে, অপরিষ্কার হাত দিয়ে খাবার খেলে ডিম মুখ দিয়ে পেটে প্রবেশ করে, মায়েরা যখন বাচ্চাদের খাওয়াই তখন হাত পরিষ্কার না করলে শিশুর শরীরে কৃমির ডিম প্রবেশ করতে পারে, শাকসবজি ফলমূল সহ অন্যান্য খাবার ভালোমতো না ধুয়ে খেলে কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।
সর্বোপরি শিশু কৃমিতে আক্রান্ত হলেই ডাক্তারের পরামর্শ গ্রহণের মাধ্যমে ওষুধ সেবনের ব্যবস্থা করাই বাঞ্ছনীয়।
মাহফুজা খাতুন।
দক্ষিণ কুড়িল, ঢাকা
www.bgn24.com
শিশুরা-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ