করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। আজ সোমবার টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি।
ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ৬৭ বছর বয়সী মেক্সিকান প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছেন, তার উপসর্গ মৃদু উপসর্গ ছিল এবং পরীক্ষা করার পরও তিনি ‘আশাবাদী’ ছিলেন। মেক্সিকোর প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর এমন সময়ে এল যখন করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখের দিকে এগিয়ে যাচ্ছে।
মেক্সিকান প্রেসিডেন্ট ওব্রাদর জানিয়েছেন, তিনি বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন। সেখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।