শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বিশ্বের অন্যতম ধনী করোনা আক্রান্ত!

অনলাইন ডেস্ক / ৭৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী কার্লোস স্লিম। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র আর্থার এলিস।
গত সোমবার (২৫ জানুয়ারী) টুইটে স্লিমের ছেলে কার্লোস স্লিম দোমিত জানিয়েছেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাবার কোভিড-১৯-এর মৃদু উপসর্গ থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশান ফর ক্লিনিকাল অ্যানালাইসিস বাবাকে দেখাশোনা করছে।
মেক্সিকোর ৮০ বছর বয়সী এ ধনকুবের ও তার পরিবার দেশটির সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোভিলের নিয়ন্ত্রক। তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচ হাজার ২০০ কোটি ডলার বলে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের তথ্যে ধারণা দেওয়া হয়েছিল।
করোনাভাইরাস মহামারীতে বিশ্বের যেসব দেশ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়, মেক্সিকো তার অন্যতম। উত্তর আমেরিকার এ দেশটিতে এরই মধ্যে ১৭ লাখ ৭১ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণ গেছে দেড় লাখের বেশি মানুষের।

সূত্র : রয়টার্স, সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ