শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

১৩০ বছর বয়সেও ভোট দেওয়ার বায়না!

স্থানীয় প্রতিবেদক। / ৭৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বয়সের ভারে দীর্ঘদিন ধরে বিছানায় ১৩০ বছর বয়সী তালেমন বেওয়া। নাতি-নাতনির সহযোগিতায় বিছানাতেই খাওয়া-দাওয়া। তাতে কী, ভোট তো দিতেই হবে। ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন নাতির কাছে।

তাই দাদির আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে নিয়ে পৌর নির্বাচনের ভোট কেন্দ্রে এসেছেন নাতি আব্দুস সামাদ। বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত আমজাদ খানের স্ত্রী তালেমন বেওয়া নাতির কোলে চড়ে এসে পৌর নির্বাচনের ভোট দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে তালেমন বেওয়া বলেন, ‘বাবা বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইসলাম।’

নাতি আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে দাদি খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিয়ে দাদি খুব খুশি।

আল্লাহর কাছে দোয়া করি দাদি যেন আরো কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ