শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

“একুশ ও কৃষ্ণচূড়া”

শফিকুল ইসলাম (তুষার) প্রভাষক, পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। / ১১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

এত লাল কেন কৃষ্ণচূড়ার পাপড়ি?

কেন সে ফুটে ব্যথাতুর এই ফাগুনে,

নাকি সে বারবার ফিরে আসে

বরকতের বুকের তাজা খুনে?

কী জানাতে চায় সে?

মাগো, আমি আবার এসেছি,

তোমার চোখের শুকিয়ে যাওয়া

অশ্রুধারা নিয়ে,

তোমার ছেলের রক্তে রঙিন হয়ে।

 

না, না আমি এসেছি

তোমার বীরসন্তানের বুকের কোণে,

জেগে ওঠা সুপ্ত আগ্নেয়গিরির

টগবগে লাভা নিয়ে।

আমি রঙিনরূপে আবির্ভূত হয়েছি,

ভাষা হনণকারীর বিরুদ্ধে মূর্তিমান ত্রাসে,

ভাষার যুদ্ধে জয়ী হয়ে

যুদ্ধজয়ীর বেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ