শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

টিউলিপ ফুল শোভা পাচ্ছে

অনলাইন ডেস্ক / ৯০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

টিউলিপ ফুল ফুটেছে শ্রীপুর পৌর এলাকার দেলোয়ার হোসেনের বাগানে। এ যেন একটুকরো সুইজারল্যান্ড বা কাশ্মীর। শীতপ্রধান অঞ্চলের টিউলিপ ফুল শোভা পাচ্ছে তার বাগানে। দৃষ্টিনন্দন এ ফুল দেখতে বাগানে ভিড় করছে দর্শনার্থী।

গত বছরও টিউলিপ ফুটিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- গ্রামের দেলোয়ার হোসেন ২০০২ সালে নিজের কিছু জমিতে ফুলসহ অন্যান্য সবজি চাষাবাদ শুরু করেন। পরে নিজের ৫ বিঘা ও লিজ নেওয়া ১৫ বিঘা জমিতে তা সম্প্রসারণ করেন। তিনি এ বাগানের নাম দিয়েছেন ‘মৌমিতা ফ্লাওয়ারস’।

গত বছরও টিউলিপ ফুল চাষে সফল হন। এবারও নেদারল্যান্ডস থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এক প্রজাতির চার রঙের ২০ হাজার টিউলিপ বাল্ব বা বীজ এনে তিনটি বাগানে বপন করেন। গাজীপুরে সফল হওয়ার পর দেশের অন্যান্য স্থানে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চুয়াডাঙ্গায় ৩ হাজার ও ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩ হাজার বাল্ব বপন করেন।

বাকি সাড়ে ১৩ হাজার বাল্ব মৌমিতা ফ্লাওয়ারসের বাগানে বপন করেন। ২০ থেকে ২২ দিনেই সেখানে ফুল ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ