শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

জিনা আলী নিউজিল্যান্ডের প্রথম হিজাব পরিহিত মহিলা পুলিশ

মাহফুজা খাতুন, আন্তর্জাতিক রিপোর্টার- www.bgn24.com / ১১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মহিলা পুলিশ-BGN24

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোন পুলিশ সদস্য পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব সংযুক্ত করেছে তার নাম হচ্ছে জিনা আলী। ফিজিতে জন্মগ্রহণ করা জিনা আলী ছোট বয়সে নিউজিল্যান্ডের স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নারী পুলিশের হিজাব পড়ার ইতিহাস এটি প্রথম নয় এরপূর্বে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ পূর্বের সংযুক্ত করেছিল।

২০১৮ সাল থেকেই নিউজিল্যান্ডে পুলিশ ইউনিফর্ম এর সাথে হিজাব পড়ার বিষয়টি নিয়ে কর্মকাণ্ড অগ্রসর হতে শুরু করেছিল পুলিশ অধিদপ্তর।
জিনা আলী বলেন মুসলিম নারীদের পুলিশে আরো বেশি সম্পৃক্ত হওয়া উচিত। মুসলিম নারীরা যাতে এই পেশায় স্বাধীনভাবে ও স্বপ্রণোদিতভাবে আসতে পারে সেই জন্য আমি পুলিশ ইউনিফর্ম এর সাথে হিজাব বেছে নিয়েছি।
জিন আলী উল্লেখ করেন নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি পুলিশে কাজ করব সেই সাথে অন্য মুসলিম নারীদের প্রতি পুলিশের কাজ করার জন্য উৎসাহ যোগাব। তিনি মনে করেন সব গোত্রের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশকে আরো অগ্রগামী করা সম্ভব।
মাহফুজা খাতুন।
আন্তর্জাতিক রিপোর্টার।
www.bgn24.com
মহিলা পুলিশ-BGN24


আপনার মতামত লিখুন :

One response to “জিনা আলী নিউজিল্যান্ডের প্রথম হিজাব পরিহিত মহিলা পুলিশ”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply to A WordPress Commenter Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ