শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পক্ষ থেকে সংগঠন প্রধান আবু লায়েস মুন্না।
মঙ্গলবার (২১ মে) শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মুক্তিজোটের সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তিনি বলেন গৌতম বুদ্ধ বিশ্ব মানবতা, সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত।
অভিনন্দন বার্তায় মুক্তিজোটের সংগঠন প্রধান আরও বলেন, শুভ বুদ্ধ পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত এদিনটি। বৌদ্ধধর্ম মতে, শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ ‘অহিংসা পরম ধর্ম’ এ অমিয় বাণী প্রচার করেছেন। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। হিংসার উন্মত্ত পাশবিক শক্তি দমন করার জন্য আজকের পৃথিবীতে গৌতম বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তার একমাত্র লক্ষ্য।