যাত্রা শুরু করলো অর্গানিক প্রডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (বোপমা) রাঙামাটি জেলা শাখা। গত ২৮/১১/২০২১ কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেন অর্গানিক চাষী ব্যাবসায়ীদের সংগঠন বোপমা এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও অনুষ্ঠানের প্রধান আলোচক মোঃ মনিরুজ্জামান। তিনি নব দায়িত্ব প্রাপ্তদের সাথে স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এর সাথে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক তপন পাল, রাঙামাটি চেম্বার অফ কমার্স এ্যাণ্ড ইন্ডাট্রির সভাপতি আব্দুল ওয়াদুদ, ডা হাসান আহমেদ মেহেদী,যুগ্ন সাধারন সম্পাদক (বাপমা) সভার সভাপতিত্ব করেন কৌশিক চাকমা, সভাপতি (বাপমা) রাঙামাটি জেলা ।প্রধান আলোচক তার আলোচায় বলেন বোপমা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অর্গানিক পদ্ধতিতে পণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে আসছে।আমরা স্বপ্ন দেখি দেশ একদিন ভেজাল ও বিষ মুক্ত খাবার উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থানে থাকবেঅর্গানিক প্রডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন(বোপমা) দেশের প্রতিটি প্রান্তে অর্গানিক চাষি উদ্যোক্তা তৈরী করতে বদ্ধ পরিকর। তিনি মাননীয় সাংসদের কাছে একটি অর্গানিক জোন করার দাবি জানান।আলোচনায় জনাব ডা হাসান আহমেদ মেহেদী বলেন আজ সময় এসেছে সবাই কে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে আরও আলোচনা করেন অর্গানিক সার্টিফিকেশন বাংলাদেশ (ওসিবি) এর পরিদর্শক বেদুইন হায়দার লিও।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ দীপংকর তালুকদার বলেন অর্গানিক পণ্যের ব্যাবহার এখন
সময়ের দাবি। রাঙামাটির ভার্জিন মাটিকে কাজে লাগিয়ে আর্গানিক চাষ বৃদ্ধি করতে হবে। পরে বেপমার নির্বাহী সভাপতি মোঃ মনিরুজ্জামানের দাবির পেক্ষিতে জনাব দীপংকর তালুকদার একটি আর্গানিক অঞ্চল তৈরী ঘোষণা দেন ও অর্গানিক চাষীদের সব রকমের সাহায্যের আস্বাস দেন ।