টিকার অনুমোদন -bgn24
বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন শেষে অবশেষে ব্রিটেনে অক্সফোর্ড টিকা অনুমোদন পেয়েছে। বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী মেক হ্যান্ড ক্লক বলেছেন আগামী ৪ই জানুয়ারি থেকে টিকার কার্যক্রম শুরু হবে। ব্রিটেনে ইতিমধ্যে ফাইজার, বায়ো ইনটেকের টিকার অনুমোদন দিয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে থাকা মানুষদের টিকাদানে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অক্সফোর্ডের টিকার অনুমোদনের ফলে টিকা কার্যক্রমের গতি আরো বাড়বে।