ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তাই সকল ভেদাভেদ ভুলে ধনী গরীব কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করি ঈদ আনন্দ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশর সকল পুলিশ বাহিনীসহ তাদের পরিবারদেরকে ও সকল শ্রেণির মানুষেদের জানাই ঈদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
”’শুভেচ্ছান্তে””
এস,আই মোখলেছুর রহমান।
অভয়নগর থানা।
পুলিশ তদন্ত কেন্দ্র, যশোর।