মোঃ জামিরুল ইসলামকে আহ্বায়ক ও আব্দুল মতিন বাবলুকে সদস্য সচিব করে ১২ সদস্যর মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।
১৬ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোট-এর কেন্দ্রীয় কমিটির সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোঃ শাহজামাল আমিরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মোঃ তরিকুল ইসলাম ও মোঃ আনাজ আলী এবং সদস্য হিসেবে মোঃ সাইমুম কবীর, মোঃ সমিরুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোঃ ফিরোজ আলী, মোঃ সাব্বীর হসাইন, মোঃ হায়দার আলী, মোঃ আরিফ হোসেন ও মোঃ আলামিন হোসেনের নাম ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিকে ক্রমান্বয়ে জেলাভুক্ত উপজেলাসমূহের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা আহবায়ক মোঃ জামিরুল ইসলাম কমিটি পাওয়ার পর বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো। এমনকি সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ গ্রহনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।