শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো কৃষক সংগঠন

সাইফুল ইসলাম / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ঝিনাইদহ জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো কৃষক সংগঠন

সাইফুল ইসলামঃ

ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের মূল্য কমানো ও কৃষি ও শিল্পের সাথে বিদ্যুৎ খাতের লোডশেডিং বন্ধ করা এই তিন দফা দাবিতে রোজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম কে স্মৃতির লিপি দিল জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী এর কেন্দ্র কমিটির সদস্য কমরেড মোফাজ্জল হোসেন, সহ জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলার সভাপতি মিজানুর রহমান, এবং জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজা, জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি তুলে দিয়ে তারা বলেন সম্প্রতিকালে ইউরিয়া সারের মূল্য ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।

এই বৃদ্ধির ফলে কৃষকের ফসল উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাবে। তাছাড়া এবছর প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় কৃষক ফসল উৎপাদনে অনাগ্রহ সৃষ্টি হবে যাহা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরো উপস্থিত ছিল মোঃ তহিদুল ইসলাম ,কার্তিক বিশ্বাস, ফিরোজ আহমেদ ঝান্ডু, ও ফিরোজ মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ