শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মাঝ খানে উড়ছে নীল পলিথিনের পতাকা

সাইফুল ইসলাম / ৫৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মাঝ খানে উড়ছে নীল পলিথিনের পতাকা

সাইফুল ইসলামঃ

ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের একে বারে রাস্তার মাঝখানে উড়ছে নীল পলিথিনের পতাকা। দেখেই মনে হচ্ছে এখানে বিশাল বিপদসংকেত। শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মধুহাটি ইউনিয়নের বড় বাড়ি গ্রাম নামক স্থানের এইচ,এন,বি ব্রিকস ইট ভাটার এখানে একটি কালভার্টের ঠিক মাঝখানে কিছু মাটি দিয়ে একটি লাঠির আগায় নীল পলিথিন টাঙ্গানো রয়েছে। যা এখানে প্রতিদিন কোন না কোন ছোট বড় দূর্ঘটনা ঘটেই থাকে। তাই সাধারণ পথচারীদের সাবধানের জন্যই এই নীল পতাকা উড়ানো হয়েছে। যা বাতাসে হেলেদুলে উড়ছে।

এবিষয়ে পথচারীসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান,ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবানসহ ইচ্ছে থাকলে গোটা বাংলাদেশ ঘোরা যায়। এতো বড় গুরুত্বপূর্ণ রাস্তাটি যদি চলাচলের অনুপযোগী হয়,আর প্রতিদিন এখানে দূর্ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের সম্মান ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা। তাই ঝিনাইদহের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কতৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ