শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

কিশোরী পালিয়ে এলো ফিরে পেতে চাই পরিবার

শার্শা (যশোর) প্রতিনিধি / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

কিশোরী পালিয়ে এলো ফিরে পেতে চাই পরিবার

শার্শা (যশোর) প্রতিনিধিঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতীয় এক কিশোরীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে এক কিশোর। বাংলাদেশি কিশোরের নাম সাকিব হোসেন (১৮) সে বেনাপোল সীমান্তের কাগজপুকুর গ্রামের নুর হোসেনের ছেলে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ১৯ জুলাই চৌগাছা মহেশপুর সীমান্ত দিয়ে ওই কিশোরীকে নিয়ে দেশে পালিয়ে আসে সাকিব হোসেন।

ভারতীয় ওই কিশোরীর নাম আজমীরা গাজী (১৫)। সে ভারতের বনগাঁর পেট্রাপোল এলাকার আকবার গাজীর মেয়ে।

এ ঘটনায় মেয়েকে হারিয়ে পাগল প্রায় অসহায় পরিবার। মেয়েকে ফিরে পেতে মরিয়া হয়ে পড়েছেন মা বাবা। লোনা কান্নায় বুক ভাসিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারা।

আজমীরা গাজীর পিতা আকবার গাজী বলেন, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বাংলাদেশে চলে গেছে সাকিব হোসেন নামে ওই কিশোর। অনেক চেষ্টা করছি কিন্তু এখনো কোন সুরাহা হয়নি। সে এখনো অনেক ছোট, তার বিয়ের বয়স হয়নি। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার মেয়েকে ফিরে পেতে সাহায্য ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ