শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় প্রতীক!

বেদুইন হায়দার লিও / ৭৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

নির্বাচন ও দলীয় প্রতীক-bgn24

চলছে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের চেয়েও এখানে দেখা যায় সাধারণ জনগণের সরব উপস্থিতি। কিন্তু কিছু দিন হলো সাধারণ জনগনে এখন আর নির্বাচনের প্রতি আগ্রহ নেই। এটি আমাদের দেশ ও গনতন্ত্রের জন্য অশনি সংকেত ।

সময়ে সাথে সাথে বাংলাদেশের নির্বাচন গুলো একটু একটু করে জটিল থেকে জটিলতর হয়ে গেছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে এক সময় এদেশের মানুষ রা কাজ করলেও কালের কলে পড়ে এখন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হতে পারলে ব্যাক্তির ভাগ্যের উন্নয়ন ঘটে। এটা হয়ে গেছে একটা ভালো রকমের চাকুরী কিম্বা লাভ জনক ব্যাবসা। এটার কারনে জয়ের জন্য মরিয়া থাকে প্রার্থীরা।

দলীয় প্রতীকে নির্বাচন হলে দলের মান সম্মান জড়িত হয়ে পড়ে।তখন দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠে দলীয় কর্মীরা এর ফলে দলের মধ্যে অনেক গুলো উপদলের জন্ম হয়।

 

তাই দলের মধ্যে ও অনেক সময় সঠিক মানুষ পাওয়া কঠিন হয়ে উঠে। মেধাবী রা একটু । স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার।দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে দল ও দলের কর্মীরা মরিয়া হয়ে উঠে নির্বাচন জেতার জন্য। একজন বিএনপির সমর্থক কখনো ধানের শীষের কিম্বা আওয়ামী লীগের সমর্থকরা নৌকার পরাজয় মেনে নিতে পারবে না। দলের মনোনয়ন পেতে টাকাওয়ালা রা সুবিধা পাচ্ছে। কিন্তু সতন্ত্র মার্কাতে নির্বাচন হলে দলের মান সম্মত প্রার্থীরা জিততে পারবে। জন সমর্থনের দিকে মনোযোগ দিবে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লড়াই টা করবে না। অন্তত বিভিন্ন স্থানে যগ্য ব্যাক্তি তৈরী হবে। বর্তমানের রাজনৈতিক সংস্কৃতির বড় অংশ হয়ে দাড়িয়ে ছে দলীয় প্রতীক পাওয়া। সেটা কুমে যাবে এটা দলের জন্যেও ভালো।আর দেশের জন্য তো ভালোই। একটি নেতাকে কেবলমাত্র দলের নেতা না জনগণের নেতা হতে হয়। আজ তাই দলগুলোর ভেবে দেখতে পারে অন্তত দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করে নেতা তৈরী হোক।

নির্বাচন ও দলীয় প্রতীক-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ