শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা 

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা 

কুড়িগ্রাম সদর উপজেলায় ২টি দধি-মিষ্টির দোকান এবং ১ টি হোটেলে অভিযান পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

০৭সেপ্টেম্বর (বুধবার) দুপুরে তৈরিকৃত দই-মিষ্টির প্যাকেটে গায়ে উৎপাদনকারীর নাম ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না লেখায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অবস্থিত পাবনা প্লাস দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা, একই অপরাধে ঘোষ পাড়ায় অবস্থিত বৈকালি দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খাবার ঢেকে না রাখা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে শাপলা চত্ত্বরে অবস্থিত জান্নাত হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ