বই পড়া দারুণ মজা,
যদি পড় তুমি।
পাবে এমন জগত ভাই,
দিবে হাজারো চুমি।
বই আনে জ্ঞানের আলো,
বই আনে প্রশান্তি।
বই মনের আবর্জনা,
দুর করে সব কালো।
বই পড়া দারুণ মজা,
যদি পড় ভাই বই।
জ্ঞানের বিকাশ ঘটিয়ে
সবাই আলোকিত হই।
বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
পাহাড় পর্বত নদী সাগর,
দেখবে তুমি অই।
বই পড়া দেখায় মোদের,
সাগর জলের প্রাণী।
বই পড়া দেখায় মোদের,
আকাশের গ্রহ তারা নক্ষত্র,
চাঁদ আর মঙ্গল গ্রহ খানি।
বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
বই ছড়িয়ে দেয় প্রশান্তি,
আনন্দ উল্লাস ভালোবাসা অই।
বই পড়া দারুণ মজা,
বই পড়ে হয় রাজা।
বই পড়ে হয় সব আলোকিত,
হয় জ্ঞানের তাজা।
লালমনিরহাট, বাংলাদেশ।