
ঘুড়ি উৎসব-BGN24
আগামীকাল বৃহস্পতিবার পুরান ঢাকায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। পুরান ঢাকায় অনেকেই বলে সাকরাইন উৎসব।সাকরাইন উৎসবকে অনেকে ঘুড়ি উৎসব, পৌষ সংক্রান্তি উৎসব বলে। পূর্বে এ উৎসবটি শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে সব শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।
তবে এবার নতুন মাত্রা যুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার প্রথমবারের মতো তারা ঘুড়ি উৎসবের আয়োজন করতে যাচ্ছে উৎসবের নাম দিয়েছে “এসো ওড়াই ঘুড়ি ঐতিহ্য লালন করি”
পুরান ঢাকার জামাইদের দাওয়াত করে ঘুড়ি উপহার দেওয়া, বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্পায়ন এর ব্যবস্থা করা,বিল্ডিং এর ছাদে গানের তালে তালে উন্মাদ নিত্য সবকিছুই করে পুরান ঢাকার মানুষ।
ঘুড়ি উৎসব-BGN24