ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নতুন সহ-সভাপতির পদে মনোনীত হয়েছেন গাবতলী অঞ্চলের দারুসসালাম এলাকার কৃতি সন্তান তৌসিফ হাসান অভি। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয় । আপনাকে বাংলাদেশ ছা্ত্রলীগ, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি- পদে মনোনীত করা হলো।
এতে আরো বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
এর আগে, ছাত্রলীগের এই নেতা দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন সহ এবং সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ করেছেন।
এছাড়াও তিনি বৃহত্তর দারুসসালাম ও দারুসসালাম থানা ছাত্রলীগের অন্তর্গত ৯/১০ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি করোনার সময় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। বিভিন্ন সামাজিক কাজেও তার অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি রাজপথে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ছাত্রলীগের এই নেতা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল এর বিজয় নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করেছেন।