গণফ্রন্ট-এর চেয়ারম্যান ও কর আইনজীবী মোঃ জাকির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
প্রসঙ্গতঃ প্রগতিশীল রাজনৈতিক দল গণফ্রন্ট(মাছ মার্কা) বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন নং ২৫ এর চেয়ারম্যান গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি বৃহস্পতিবার (১৩ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রয়াত মো. জাকির হোসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই মেয়ে নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।