জরুরি ভিত্তিতে বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানার জন্য ২২শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার অনুমোদন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুলের স্বাক্ষরে ২৫ সদস্যর সমন্বয়ক টিম গঠন করা হয়।
লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে যে কেউ মুক্তিজোটের এই টিমের সাথে সরাসরি অংশগ্রহণ ও সাধ্যমত সহযোগিতা করতে পারেন বলেও উল্লেখ করেন।
মানুষ ও মানবিকতা রক্ষায় মুক্তিজোটের পক্ষ থেকে সকলকে বন্যার্তদের আর্থিকসহ সকল প্রকার সহযোগীতায়, নিম্ন লিখিত একাউন্টে অর্থ প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
১. A/c Name: Bangladesh Sanskritic Muktijot (Muktijot), A/c no 1313-12200212935, Uttara Bank PLC, Mirpur Brance, Dhaka, Bangladesh
২. ০১৭৪৬৯৩৪১৩৯ (বিকাশ/নগদ/রকেট), ০১৭১২২১০৯২৯ (বিকাশ/নগদ)
বন্যার্তদের সহযোগিতায় নিম্ন লিখিত মুক্তিজোটের সমন্বয়ক টিমঃ ১. মোঃ জিয়াউর রহমান (কুষ্টিয়া, ০১৭২৩৩৭১৫৩২), ২. মোঃ জামিরুল ইসলাম (মেহেরপুর, ০১৭১৭১৬৮৪১১), ৩. আবু রাশেদ রুবেল (শেরপুর, ০১৭১৬৫৪৬২৩৬), ৪. মোঃ তরিকুল ইসলাম (মেহেরপুর, ০১৭৩৮৪২৯৮৪৭), ৫. মোঃ নজরুল ইসলাম (কুষ্টিয়া, ০১৭২৩৭২১৪৬১), ৬. মোঃ মিনহাজুল ইসলাম (শেরপুর, ০১৭১২২১০৯২৯), ৭. উত্তম কুমার (ঝিনাইদহ, ০১৭৪৬৯৩৪১৩৯), ৮. মোঃ গোলাম মোস্তফা (রাজবাড়ী, ০১৭১৬০০১১২৪), ৯. মোঃ আমানউল্লাহ আমান (মুন্সিগঞ্জ, ০১৯৬৭৯০৫৪২৪), ১০. মোঃ রাসেল কবীর (নারায়নগঞ্জ, ০১৬৭৩১৪৪৫৯১), ১১. শরীফ মোঃ বেদুইন হায়দার (ঝিনাইদহ, ০১৭২২৫৪৭৫৬৭), ১২. সাহেল আহম্মেদ সোহেল (ঢাকা, ০১৭২০৫২৮৫৯৫), ১৩. মোঃ আঃ মতিন বাবলু (মেহেরপুর, ০১৭১৫৮৫৬৫০৪), ১৪. এনামুল হক (বগুড়া, ০১৭১৩২৭২৩৮৭), ১৫. মোঃ রোকন উদ্দিন আকন্দ (বাগেরহাট, ০১৬০০৯৯৭৩৯০), ১৬. মোঃ রাশেদুল ইসলাম খোকন (হবিগঞ্জ, ০১৭৩১২৮৬৯৯৮), ১৭. হৃদয় ইসলাম চুন্নু (বরিশাল, ০১৮১৩৩৬৮০৯৬), ১৮. এড. মোঃ জাহাঙ্গীর আলম (ঢাকা, ০১৭৪১৬৬৪৬২৪), ১৯. কে এম নাহিদ (ঢাকা, ০১৬১৮০০৭০১৭), ২০. আফজাল হোসেন (হবিগঞ্জ, ০১৭৭৯৪০৭১৫৫), ২১. মহিউদ্দিন ইকবাল (ঢাবি) (০১৫৮১৪৬৭০১৯), ২২. অভিষেক শর্মা (জাবি) (০১৭৮০০০৮০০৬), ২৩. মোঃ আক্তার হোসেন (চাঁদপুর, ০১৭২৭৬৫৯২৩৯), ২৪. মো: তোফায়েল আহমেদ (সিলেট, ০১৭৯৯৩৭৪৩৩৭), ২৫. মো: শামীম মিয়া ( নেত্রকোনা, ০১৯৬১৭৭৬৪৪৭)