পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদেরকে মুক্তিজোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠন প্রধান আবু লায়েস মুন্না।
১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (প্রচার) শরিফ মোঃ বেদুইন হায়দার লিও স্বাক্ষরিত মুক্তিজোটের সংগঠন প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল এর যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায় সমগ্র দুনিয়ার মানুষ।
তাঁরা আরও বলেন, মহানবী (সা.) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা আমাদের নিজেদের জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশ, জাতি তথা বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারি।