মুক্তিজোট মোঃ বাদশা দেওয়ানকে আহ্বায়ক করে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ।
১০ই অক্টোবার ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উক্তম কুমার ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিজোটের সভাপতি আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল সহ কার্যকরি কমিটির ৭ জন সদস্যর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
চিঠিতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণ উপজেলা আয়বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়। মুক্তিজোটের ঘোষিত ত্রিশাল উপজেলা আহ্বায়ক মোঃ বাদশা দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি মুক্তিজোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তাকে এ দায়িত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হল তা যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। এমনকি সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ গ্রহনের ইচ্ছাও প্রকাশ করে তিনি ত্রিশাল উপজেলাবসির সুখে-দঃখে পাশে থাকার অঙ্গীকারও করেন ।