শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

মুক্তিজোট সকল খ্রিষ্ট ধর্মাবলম্বীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন

রিপোটারের নাম / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লয়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল খ্রিষ্টান সম্প্রদায়ের সকল অনুসারীদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বিবিৃতি দিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিষ্ট ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব। মহান সৃষ্টিকর্তা যুগে যুগে মানব সমাজের পথ প্রদর্শক হিসেবে মহামানব প্রেরণ করেছেন। যীশুখ্রিস্ট তাদের মধ্যে অন্যতম। তিনি মানব মুক্তির পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। মানুষে মানুষে ভালোবাসার বিস্তারের মাধ্যমে একটি মানবিক পৃথিবী গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। তাঁর দর্শন ছিল মানবিকতার দর্শন, মানুষকে ভালোবাসার দর্শন।

যীশুখ্রিস্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক। ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সকলে। এই শুভদিনে তাঁরা এ প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ