ঢাকা শহরের যানজট-BGN24
যানজটের আরেক নাম ঢাকা। এই শহরে বসবাসকারী মানুষরা এটা মাথায় নিয়েই চলাচল করে। লকডাউনের মধ্যে ঢাকা শহরে তৈরি হয়েছিল ভৌতিক পরিবেশ কোথাও ছিল না যানজটের লেশমাত্র, এমনকি লকডাউন শিথিল করা হলেও তেমন যানজট চোখে পড়েনি কিন্তু এখন যানজটের অবস্থা আগের চেয়েও ভয়াবহ, করোনাভাইরাস রুখতে পারেনি যানজটের ভয়াল থাবা। ঢাকা শহরে কেউ মানছে না করোনাভাইরাস এর হুংকার। কোথাও লেশমাত্র দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। পাবলিক গাড়িগুলোর বেহাল দশা বসে দাঁড়িয়ে, ধাক্কাধাক্কি আগের মতই অধিকাংশ মানুষের মুখে নেই মাক্স।