শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাস থামাতে পারেনি ঢাকা শহরের যানজট!

রিপোটারের নাম / ৬৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

ঢাকা শহরের যানজট-BGN24

যানজটের আরেক নাম ঢাকা। এই শহরে বসবাসকারী মানুষরা এটা মাথায় নিয়েই চলাচল করে। লকডাউনের মধ্যে ঢাকা শহরে তৈরি হয়েছিল ভৌতিক পরিবেশ কোথাও ছিল না যানজটের লেশমাত্র, এমনকি লকডাউন শিথিল করা হলেও তেমন যানজট চোখে পড়েনি কিন্তু এখন যানজটের অবস্থা আগের চেয়েও ভয়াবহ, করোনাভাইরাস রুখতে পারেনি যানজটের ভয়াল থাবা। ঢাকা শহরে কেউ মানছে না করোনাভাইরাস এর হুংকার। কোথাও লেশমাত্র দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। পাবলিক গাড়িগুলোর বেহাল দশা বসে দাঁড়িয়ে, ধাক্কাধাক্কি আগের মতই অধিকাংশ মানুষের মুখে নেই  মাক্স।

ঢাকা শহরের মানুষ তাদের জীবন জীবিকার জন্য শুধু ছুটছে চিরন্তন। জীবন যুদ্ধে নিয়ম-নীতি হার মেনেছে বালখিল্যতায় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি।
মানুষের তৎপরতার কাছে হার মানছে করোনাভাইরাস অনেকে পাত্তাই দিচ্ছেন না। অনেকে বলছেন এটা বড়লোকের রোগ, অনেকে বলছেন আমাদের দেশে এখন আর ভাইরাস নেই, অনেকে বলছেন আল্লাহ যা করে সেটাই হবে, অনেকে ভুলে গেছে করোনাভাইরাস এর নাম।
 ঢাকা শহরের যানজট কমাতে অবশ্য আমরা করোনাভাইরাস এর উপর নির্ভরশীল হতে চাই না, আমরা চাই কার্যকর পদক্ষেপ, উন্নত দেশগুলোর মতো ট্রাফিক সিস্টেম, দক্ষ ও প্রশিক্ষিত ঘুষ মুক্ত ট্রাফিক পুলিশ, সাধারণ মানুষের হাঁটার জন্য ফুটপাত। সর্বোপরি একটি গ্রিন ঢাকার প্রত্যাশা।
মাহফুজা খাতুন,
দক্ষিন কুড়িল, ভাটারা, ঢাকা।
www.bgn24.com
ঢাকা শহরের যানজট-BGN24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ