বাইডেনের জয়-BGN24
আমেরিকা নির্বাচন সব সময় বিশ্বময় আলোচিত তবে এবার ছিল একটু ভিন্ন ধারার নির্বাচন একদিকে করোনার রেকর্ড মৃত্যু ও আক্রান্ত, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরোয়া কথাবার্তা।
ডোনাল্ড ট্রাম্প তার কথাবাত্রা অঙ্গভঙ্গি দিয়ে সব সময় মিডিয়ায় আলোচিত ছিলেন এমনকি শত ভাগেরও বেশি নিশ্চিত ছিলেন তার জয় অন্যদিকে পরাজয়কে কখনো তিনি কল্পনাও করেননি। তিনি এমনও বলেছেন তার পরাজয় সম্ভব নয়।