নিয়োগ পরীক্ষা স্থগিত-bgn24
নিজস্ব প্রতিবেদক,
করোনা ভাইরাসের ঝুঁকির কারণে সরকারি ৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ ডিসেম্বর শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মো. আরিফ হোসেন খান বলেন, পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে আপাতত পরীক্ষা নেওয়া হবে না।
পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ জানানো হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সরকারি মালিকানাধীন সোনালী, জনতা, রূপালী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাঙলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও কর্মসংস্থান ব্যাংকের নিয়োগে পরীক্ষা হওয়ার কথা ছিল।
সিনিয়র অফিসের পদে সর্বমোট ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন আবেদন করেছেন। ঢাকার বিভিন্ন অঞ্চলের ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ছিল। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়।
নিয়োগ পরীক্ষা স্থগিত-bgn24