শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনে দৃষ্টি প্রতিবন্ধী ঢাবির সাবেক শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি / ৬৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঝিনাইদহে সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনে দৃষ্টি প্রতিবন্ধী ঢাবির সাবেক শিক্ষার্থী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সরকারি চাকরির দাবিতে ঝিনাইদহে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী সাবেক শিক্ষার্থী। রোববার (১৭ জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করেন তিনি।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নাম শাহীন আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ সেশনে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স শেষ করেছেন শাহীন। এছাড়াও তিনি দেশে-বিদেশে মোট ২৩৯ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনামূল্যে অনলইনে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরির দাবি জানিয়েছেন। দাবি মেনে না নেয়া পর্যন্ত মৃত্যু হলেও তিনি অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না।

এর আগে গত ৯ মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেন তিনি। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন। কিন্তু জেলা প্রশাসকের আশ্বাস দেয়ার পর ৬৬ দিন পার হলেও কোনো লাভ হয়নি। তাই আবারও একই দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ