শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান শাহিদুর রহমান (সেন্টু)

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ / ৬৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়া বাড়িয়া ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে চান শাহিদুর রহমান সেন্টু । শাহিদুর রহমান সেন্টু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি একজন মানবাধিকার কর্মী ও সাংবাদিক।

ইউনিয়ন বাসীর নিকট থেকে জানা গেছে, শাহিদুর রহমান সেন্টু বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে করোনা মহামারি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র, শ্রমজীবী মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

ইউনিয়নবাসী আরও জানান,ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এলাকায় ব্যানার-ফেস্টুন, পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা এবং গণসংযোগ করে যাচ্ছেন।

এবিষয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান সেন্টু বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ৫ নং কুমড়া বাড়িয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত করব এবং আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ