শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক!

ঢাকা প্রতিবেদক, www.bgn24.com / ৯৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

শারীরিক সম্পর্ক-bgn24

বিষয়টি অবাস্তব ও অবিশ্বাসযোগ্য হলেও খুবই সত্যি। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ছিল পাঁচটি মৃতদেহ। মৃতদেহ কিশোরীদের বয়স ছিল 11 থেকে 17 বছরের মধ্যে। মৃতদেহতে আঘাতের কোনো চিহ্ন ছিল না কিন্তু সিআইডির ল্যাবরেটরী পরীক্ষায় পাওয়া গেল একই পুরুষের শুক্রাণু পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেল শুক্রাণুগুলো সহযোগি ডোম মুন্না ভক্ত (২০)

সিআইডি বলেছে গত বছরের 29 শে মার্চ থেকে চলতি বছরের 23 শে আগস্ট পর্যন্ত মুন্না অন্তত 5 জন মৃত কিশোরীর লাশ ধর্ষণ করেছে।
এই ঘটনায় শেরেবাংলা থালা থানায় করা মামলায় সিআইডির পরিদর্শক মোহাম্মাদ জিহাদ হোসেন বলেছেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে এইচবিএসতে পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। শুক্রাণুর ডিএনএ প্রোফাইল ম্যাচিং করে সেটি একই ব্যক্তির বলে নিশ্চিত হন পরীক্ষকেরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সেলিম রেজা  বলেন ছেলেটা মানসিকভাবে অসুস্থ। কোন সুস্থ ব্যক্তির পক্ষে এটি করা কখনও সম্ভব নয়।
ঢাকা প্রতিবেদক,
www.bgn24.com
শারীরিক সম্পর্ক-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ