ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী বাজারে ইসলামি (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় ইশরাত জাহান মাহেরা (৭) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে । জানা গেছে, শিশুটি বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।
এই ঘটনায় এলাকার উত্তেজিত এবং রোগীর স্বজনেরাসহ জনতা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের শান্ত করে। এঘটনায় হাসপাতালের মালিক মুন্সী শাহীন রেজা সাঈদ ও ডিএমএফ (সেকমো) আব্দুল্লাহ নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, ইশরাত জাহান মাহেরা’র দুদিন ধরে পেটে ব্যাথা করছিল। তার মা তাকে নিয়ে শুক্রবার বিকালে হাসপাতালে যায়। তখন ডাক্তার না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ তাকে চিকিৎসা করেন। শিশুটিকে কয়েকটি ইনজেকশন পুশ করে ঘুমানোর চেষ্টা করান তিনি। পরে শিশুটির আর জ্ঞান ফিরে আসেনি এবং এভাবে তার মৃত্যু হয়।
এই খবর শুনার সাথে সাথে শিশুর স্বজনরাসহ গ্রামবাসী এসে হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ চলে আসে। সেই পরিস্থিতিতে চিকিৎসক আব্দুল্লাহ এবং হাসপাতালের মালিক মুন্সী শাহিন রেজা সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ । এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালের মালিক এবং ডাক্তারকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।