শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

ইঁদুর নিয়ে স্বপ্ন, বৈদেশিক মুদ্রা অর্জনের অভিপ্রায়!

বিশেষ প্রতিনিধি, রাজশাহী। / ৯৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

ইঁদুর অভিপ্রায়-bgn24

বাংলাদেশ বহু কিছু পালন করার ইতিহাস আছে। ইঁদুর পালন করে অর্থ উপার্জন করে রেকর্ড গড়লেন রাজশাহীর সালাউদ্দিন মামুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা সালাউদ্দিনের বাড়ি রাজশাহী কাটাখালির সমসাদিপুর।  তিনি বর্তমানে কর্মরত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব ল্যাবের পরিচালক হিসেবে।

২০১৭ সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়  উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক পিএইচডি গবেষক চারটি ইঁদুর নিয়ে এসেছিলেন, গবেষণা শেষে ইঁদুরগলো নিয়ে কী করবেন ভাবছিলেন সেই মুহূর্তে মামুন ইঁদুরগুলোকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন।
সাদা রঙের ইঁদুরগুলোর প্রতি মায়ার বন্ধনে জড়িয়ে পড়লেন, দিন যেতে না যেতেই একটি ইঁদুর দশটা বাচ্চা প্রসব করলেন। এভাবে বর্তমানে ইঁদুরের সংখ্যা ১০০০ এর বেশি। ক্যাম্পাসে তার ইঁদুর পালনের কাহিনীর ছড়িয়ে পড়ে। বিভিন্ন ডিপার্টমেন্টে গবেষণার কাজে ও ফার্মাসিটিক্যাল কম্পানি কাছে তিনি ইঁদুর বিক্রি করতেন এবং এখনও অব্যাহত রয়েছে।
বর্তমানে মামুন বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিটিক্যাল কম্পানিকে গবেষণার জন্য ইঁদুর সরবরাহ করে থাকেন। তিনি যথারীতি ইঁদুর নিয়ে গবেষণা শুরু করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিভাবে ইদুর পালিত হয় সেই বিষয়ে পড়ালেখা করছেন। তার পরিবারের লোকজন বলেছেন ইঁদুর বিক্রি করে তাদের সংসারের বাড়তি আয় হচ্ছে।
মামুন মনে করেন ইঁদুর রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করা সম্ভব। মামুনের মত উদ্যমী মানুষদের জন্য শুভকামনা।
বিশেষ প্রতিনিধি, রাজশাহী।
ইঁদুর অভিপ্রায়-bgn24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ