তিনি গত শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পোড়াহাটি চরপাড়া গ্রামের গোলাম রসুল এর ছেলে নায়েব আলী তার (বাকপ্রতিবন্ধী বছির) ভাইরা ভাই এর বাড়ির উদ্দেশ্য রওনা হয়। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে ভাইরা ভাই এর বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্য বের হলেও বাকপ্রতিবন্ধী বছির উদ্দিন ফিরে আসেনি তার নিজ বাদপুকুরিয়া গ্রামে। তাকে এ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায় নি। সুতরাং যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই বাকপ্রতিবন্ধী বছির উদ্দিনের খোঁজ পান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে বড় ভাই ডাক্তার শামসুল- ০১৯২০-৬৩৬৩১৭
সেজো ভাই নাসির উদ্দীন- ০১৯০৯-৬৭৩৮০৭
সাংবাদিক সাইফুল ইসলাম-০১৯২৫-২২৫৬৯১