শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি :
অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ নির্মাণ কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরীফুল আলম সোহেল, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুমা বেগম, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার মোহন্ত, ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি নজির হোসেনসহ বিদ্যালয়টির সকল শিক্ষক ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত এলাকাবাসী খেলার মাঠের পাশে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করায় সাধুবাদ জানান। উল্লেখ্য, এর আগে দুইবার শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করলে খেলার মাঠ নষ্ট হওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী।
অবশেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের নির্দেশনায় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হলো। এ ব্যাপারে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসার স্যারের পরামর্শে খেলার মাঠ ঠিক রেখে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করা হলো।