নাগেশ্বরীর বল্লভেরখাষ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন ইউনিয়ন বাসী।
ইউনিয়ন পরিষদের নামে কাবিটার বরাদ্দের টাকা লুট পাট করে কক্সবাজার ভ্রমণ ও ফুর্তির অভিযোগ করে এলাকাবাসী। নামে বেনামে নিজস্ব লোকজনের নাম কাবিটা কর্মসূচির অন্তর্ভুক্ত করে টাকা তুলে নেয় চেয়ারম্যান নিজেই। এছাড়াও ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের রাস্তা ঘুরে দেখা যায় সেখানে খনাখন্দে ভরা। লোকজনের চলাচলের জন্য অনুপযোগি হয়ে পরেছে।
মোল্লাপাড়া গ্রামের আপেল বলেন আমাদের এই রাস্তাটি একমাত্র চলার রাস্তা, অথচ এক হাটু কাদা এবং খনা খন্দে ভরা, কোন চেয়ারম্যান মেম্বার এ-ই রাস্তায় মাটি ফেলেনি।
গাপতলা বাজারের পাশে কুমার পাড়া গ্রামের খোকন চন্দ্র পাল বলেন,একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাটা যায়না, খুবই কষ্টে চলাচল করছি।
৮নং ওয়ার্ডের মাঝিয়ালী গ্রামের জসিম আলী বলেন, আমাদের এ-ই রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত চলার অনুপযোগী। কেউ কোনদিন মাটি ফেলেনি।