লালন মন্ডলঃ
দেশব্যাপী বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবিরের নাশকতার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে জেলা শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে জড়ো হতে থাকে। এরপর তারা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পরির্দশন করে পায়রা চত্বরে এসে সম্বেলিত হয়। এখানে তাৎক্ষনিক এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, ও সাধারণ সম্পাদক আল ইমরান।
নেতৃবৃন্দ বলেন দেশে যখন স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তখন দেশব্যাপী বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবির বিক্ষোভের নামে নাশকতার ছক আঁটছে। তারা হুঁসিয়ার উচ্চেরণ করে বলেন, ছাত্রলীগের জন্ম রাজপথে আন্দোলন করে। কামার বাড়ির ঠুকঠাক দেখে আমরা ভীত নয়। দেশে আবারো যদি ভাংচুর আর আগুন সন্ত্রাস সৃষ্টি করা হয়, তবে জবাব দিতে ঝিনাইদহ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।