ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি। প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতিতে উল্লেখ করা হয়, রোববার রাতে জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা শহরের এইসএসএস সড়কস্থ বিএনপি সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বিএনপি সভাপতি নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলেন।
বিএনপি নেতারা বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামীলীগ ও হাসিনা সরকার দেওলিয়া হয়ে গেছে। তারা ভোট চুরি ও রষ্ট্রীয় সম্পদ লুটপাটের তকমা নিয়ে বিশ^ থেকে বিচ্ছিন্ন। আর এই কারণে বিরোধী মতকে দমন করতে হামলার আশ্রয় নিচ্ছে। বিবৃতিতে তারা হুঁসিয়ার উচ্চারণ করে বলেন, ঝিনাইদহের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সবার। বিএনপি ও ছাত্রদলের উপর কোন হামলা বা কুরুচিপুর্ন শ্লোগান দেওয়া হলে বিএনপি ও তার সহযোগী সংগঠন ঘরে বসে আর আঙ্গুল চুষবে না।