শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নবীন-প্রবীণ সেতুবন্ধনের লক্ষ্যে ফুলবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নবীন-প্রবীণ সেতুবন্ধনের লক্ষ্যে ফুলবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

ইয়ুথ হাব – ফুলবাড়ী এর আয়োজনে “আন্ত:প্রজন্ম সংহতিঃ কাউকে ফেলে রেখে নয়, বরং সবাইকে নিয়ে সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ডাকবাংলো হলরুমে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

একটি সামাজিক সংহতি ও সম্প্রীতির যে বিশ্বের স্বপ্ন আমরা ধারণ করি তার মূল চালিকাশক্তি হচ্ছে যুবরা। যুবদের এই চলার পথকে মসৃণ করার জন্য জীবনলব্ধ শিক্ষা ও সঠিক অভিজ্ঞতা দিয়ে পথপ্রদর্শনে সহায়তা করে থাকেন প্রবীণেরা।

আন্তঃপ্রজন্মের এই মেলবন্ধনকে সুদৃঢ় করতে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্তগ্রহণ কাঠামোগুলোতে যুবদের অংশগ্রহণকে নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে ইয়ুথ হাব – ফুলবাড়ী এর নেতৃত্বে আয়োজিত হয়েছে টেবিল টক শো (মাগ ফর টক), ব্লাড স্যাম্পলিং ক্যাম্পেইন ও নবীন-প্রবীণ ক্যারাম প্রতিযোগিতা।

প্রবীণদের মধ্যে টেবিল টক-শোতে অংশগ্রহণ করেন মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ, সাইফুর রহমান সরকারী কলেজ; আব্দুল আজিজ মজনু, সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্ত এবং নবীনদের মধ্যে অংশগ্রহণ করেন নারী অধিকারকর্মী ও ধরলা নদী যুব সংগঠন এর সদস্য তাপসী রানী রায় ও প্রয়াস যুব সংগঠন এর সাধারন সম্পাদক মানিক মিয়া।

টেবিল টক-শোতে সাইফুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন-প্রবীণ ও নবীনদের মধ্যে একটি সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পারে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে।

সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন- তরুণেরাই সমাজের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। সমাজব্যবস্থার বাস্তবতাকে বিবেচনায় এনে, নবীন-প্রবীণদের মধ্যে পারস্পরিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে।

ধরলা নদী যুব সংগঠন এর সদস্য তাপসী রানী রায় বলেন-পারিবারিক অশান্তি এবং মানসিক অত্যাচার একটি বড় কারণ যুবদের বিপথে যাবার। এই বিষয়ে পরিবারের গুরুজনদের নবীনদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে ও প্রয়াস যুব সংগঠন এর সাধারন সম্পাদক মানিক মিয়া বলেন- তরুণদের কথা বলার সুযোগ করে দিতে হবে। দেশের দুই কোটি তরূণদের নিয়ে পুরো সমাজের গঠনমূলক পরিকল্পনা করতে হবে ।

ব্লাড স্যাম্পলিং ক্যাম্পেইন আয়োজনে ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কুটিবাড়ী চরে বিভিন্ন বয়সী ১৫০ জন নাগরিককে ফ্রি ব্লাড গ্রুপ টেষ্ট করানো হয়।

এছাড়াও ক্যারাম প্রতিযোগিতায় আন্তঃপ্রজন্ম সংহতির মূলভাবকে সামনে রেখে নবীন-প্রবীণ যৌথ দল গঠন করে প্রতিযগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ