শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজারহাট মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজারহাট মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

অদ্য সকাল ১০ঃ৩০ঘটিকায় ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার নির্মিত ম্যূরালে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এ সময় রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য কবি শফি খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় শোক দিবসে ফুলের বেদি দিয়ে জাতির পিতার নির্মিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু সরকার, এরপর একে একে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদ রহমান ব্যাপারী, জেলা পরিষদ সদস্য ও চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজারহাট অফিসার্স ক্লাবে ১৫ই আগস্ট জাতির পিতার নারকীয় হত্যাকান্ডের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।

জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বক্তারা ইতিহাসের নারকীয় এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ