শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

মাদকের মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মাদকের মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

মাদকের মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে এক পিতা। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ফুলবাড়ী উপজেলার গজের কুটি গ্রামের ভুক্তভোগী সাইদুল হকের পিতা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পিতা মো: আবদার আলী অভিযোগ করে বলেন, গত ২৪ মে প্রতিবেশী মনছুর আলী কোন এক সময় তার বাড়ীর উঠানে গরুর খড়ের গাদায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখেন।

পরে সেই দিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজনকে ডেকে নিয়ে এসে মাদক উদ্ধার করে আমার ছেলের নামে মামলা রুজু করান।

মাদক দ্রব্য অধিদপ্তরের লোকজন বাড়ীর বাইরে খড়ের গাদায় মাদক উদ্ধার করলেও চার্জশিটে ঘড়ের ভিতর পাওয়ার কথা উল্লেখ করা হয়।

যা সম্পুর্ন মিথ্যা ও শত্রুতা বশত করা হয়েছে বলে ভুক্তভোগীর পিতা দাবী করেন। বর্তমানে আমার ছেলে ওই মামলায় জেল হাজতে রয়েছে।

ভুক্তভোগীর পিতা বলেন তার ছেলেকে অন্যায়ভাবে মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীর বিচার দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ