শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য জখম

বাবুল মিয়া স্টাফ রিপোর্টার / ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কোটচাঁদপুরে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য জখম

ঝিনাইদহের কোটচাঁদপুর ৫ নং এলাঙ্গী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাইজুল ইসলামের উপর দূর্বৃত্তরা হামলা করেছে। তাতে সে মারাত্মক ভাবে জখম হয়। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত আট টার দিকে স্থানীয় কুল্লাগাছা আসাননগর দমদম বাজারে। আহত ইউপি সদস্য “বিজিএন২৪” কে জানান,রবিবার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক নির্বাচন কে কেন্দ্র করে আমাকে অহেতুক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন এর সন্ত্রাসী বাহিনী এই অবস্থা করেছে।

মিজানুর রহমান চেয়ারম্যানের সরাসরি মদদে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি এই চেয়ারম্যানের অপকর্ম কে সমর্থন করি না বলে আমার উপর এই হামলা। ইউপি সদস্য তাইজুল ইসলাম বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খাঁন এর নিকট জানতে চাইলে তিনি বলেন,আমার পরিষদের এক সদস্য কে মারপিট করবে সেটা আমি কি করে মদদ দিতে পারি। আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে কয়েক জন আমার পরিষদের সদস্য কে মারপিট করেছে। বিষয়টি নিয়ে আমি অবশ্যই আইনী সহায়তা ও সামাজিক বিচার শালীসি করবো।আর আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈন উদ্দিন আহম্মেদ জানান,ঘটনাটি’কে কেন্দ্র করে আমরা পুলিশি ব্যাবস্থা জোরদার করেছি। এখনো পর্যন্ত উক্ত বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে আমরা অবশ্যই আইনী ব্যাবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ